বাংলাদেশের জনগন অনেক উথ্থান পতন আর আন্দোলনের মাধ্যমে পেয়েছে গনতন্ত্র। গনতন্ত্র এমন এক রাষ্ট্রব্যাবস্থা যাতে রাজতন্ত্রের মত নেই কোন একক সর্বক্ষমতাময় রাজা-বাদশাহ। আবার নেই স্বৈরশাষকের ন্যায় জবাবদীহিতাহীন সরকার। এ ব্যাবস্থায় জনগনই রাষ্ট্রের সব। কিন্তু সব জনগন যদি দেশের নীতিনির্ধারন করতে যায় তবে অবশ্যই এখানে জট পাকিয়ে যাবে। তাই জনগনই তাদের মধ্য থেকে সবচেয়ে জ্ঞানী আর দেশপ্রেমিক লোককে এলাকাভিত্তিক নির্বাচন করে জনপ্রতিনিধি হিসেবে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ কার্যক্রম সংগঠিত হয়। এ প্রতিনিধিরা একেকজন আবার একেক আদর্শের বাহক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগনের সাথে কাজ করে থাকে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য বিশিষ্ট দল একক ভাবে অথবা অন্য দলের সাথে জোট সরকার গঠন করে।
দেশের সকল কার্যক্রম করে সরকারী কর্মকর্তাগন আর জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি মন্ত্রি পরিষদ এবং সংসদ সদস্যগন সকল কার্যক্রম দেখাশুনা করেন এবং সঠিক ও ন্যায্য ভাবে বন্টনের চেষ্টা করে থাকেন।
এখন কথা হলো, কিভাবে এরকম রাজনীতিবিদ হওয়া যায়? রাজনীতিবিদ কি এমনি এমনি সৃষ্টি হতে পারে?
ভাল রাজনীতিবিদ হতে প্রয়োজন প্রথমত ভাল মানুষ হওয়া। তেমন ভাল যতটা ভাল মানুষ হলে দেশকে ব্যাক্তিস্বার্থের উর্দ্ধে রাখা যায়। ততটুকু দেশপ্রেমিক হতে হবে যতটুকু দেশপ্রেমিক হলে দেশের ও দেশের মানুষের স্বার্থে জীবন দেয়া যেতে পারে। জীবনে অসীম দু:খ দুর্দশার জন্য তৈরী থাকতে হবে। কেননা দেশের জন্য খাটতে গেলে নিজের ও পরিবারের জন্য খাটার সময় পাওয়া যায় না। শিক্ষিত হতে হবে, আর সুন্দর চারিত্রিক বৈশিষ্টসম্পন্ন হতে হবে। বছরের পর বছর দেশের মানুষের জন্য নি:স্বার্থে খেটে যেতে হবে। আরও যা করা প্রয়োজন তা হলো দেশের সকল ব্যাপারে নজর রাখা। দেশের ভালমন্দ নিয়ে ভাবা। নিজের এলাকার মানুষের দু:খ দুর্দশা সম্পর্কে খেয়াল রাখা। সমস্যাগুলো খুজে বের করা এবং সমস্যা উত্তরনের চেষ্টা করা।
উপরোক্ত গুনগুলো অন্তত যার মাঝে আছে তাকেই না তার এলাকার লোকজন তাদের এলাকার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে সবচেয়ে বেশি আগ্রহী হবে। আর কোন রাজনৈতিক দলও তাকেই নমিনেশন দেবে এটাই স্বাভাবিক।
কিন্তু বাংলাদেশের জনগন কোন ভাল লোক দেখে ভোট দেয় না। ভোট দেয় মার্কা দেখে। আর এই সুযোগে দলগুলোও নমিনেশন দেয় টাকাওয়ালা লোক দেখে। আর গনতন্ত্র অজানার উদ্দেশ্যে লেজ গুটিয়ে পালিয়ে যায়।
No comments:
Post a Comment