যুদ্ধাপরাধীদের বিচার দেশের আপামর স্বাধীনচেতা মানুষের প্রাপ্য অধিকার। কিন্তু সবসময়েই দেখেছি দেশের পরিচালনায় যারাই এসেছে তারাই, এসেই দেশের সম্পদ নিয়ে কুকুরের মত কামড়া কামড়ি করেছে শুধু। এসব দেখে আমরা শুধু কপাল চাপড়ানো ছাড়া কিছুই করতে পারি নি। তবে প্রতিবার হতাশ হয়ে আমরা সরকার পরিবর্তন করেছি। কিন্তু আবারও হতাশ হয়েছি।
আর নয় এবার আমরা সবাই কোমর বেঁধে লেগে যাব। তবে, সহজে জয় আসবে না। সামনে আমাদের অনেক কাজ। প্রথমে একদল ঐক্যবধ্য দেশপ্রেমিক মানুষ তৈরী করতে হবে। সত্যিকারের উন্নয়নকামী নেতৃত্ব তৈরী করে একটা সতিকারের দেশপ্রেমিক সরকার গঠন করে তারপর দেশকে একটা সম্মানজনক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হবে।
এরপর আমাদের লক্ষ্যে পৌছানোয় আর কোন বাধা ধাকবে না। তখন যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজের বিচার করা শুধু উদ্যোগের অপেক্ষা রাখবে। কোন অপশক্তি আর আমাদের দমিয়ে রাখতে পারবে না।
বন্ধুরা বুঝতেই পারছেন যুদ্ধ শেষ হয়ে যায়নি। সবে শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বিবিত দেশপ্রেমিক ভাই ও বোনেরা ঘুমিয়ে থাকলে চলবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর নয়। আবার যুদ্ধের জন্য প্রস্তুত হোন। এই যুদ্ধের সফলতা আমাদের পূর্বের যুদ্ধের অপূর্ণতা কে বিনাশ করবে।
এই যুদ্ধে জয়ী আমরা হবোই হবো, ইনশা আল্লাহ.....
No comments:
Post a Comment