প্রথমেই বলতে চাই আমি কোন সাহিত্যিক নই। সাধারন একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। তবে ছোটবেলা থেকেই প্রচুর বই পড়া থেকেই লেখালেখির মত অসম্ভব কল্পনা কখনো কখনো মনে এসেছিল। তবে ডায়েরীতে কিছু আঁকিবুকি ছাড়া কিছুই এখন আর চোখে পড়ে না। Somewhrerinblog কে দেখার পর আবার সেই দুঃস্বপ্ন জাগ্রত হয়েছে। আমার ব্লগের নাম সত্যের আলো হওয়ার কারন আমি সত্যকে ভালোবাসি। এই ভালোবাসাকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার অদম্য এক বাসনা নিয়ে লেখা শুরু করতে চাই। আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment