বাংলাদেশের কয়েকদফা স্বৈরশাষন ছাড়া যতবার জাতীয় নির্বাচন হয়েছে তাতে দেখা গেছে হয় বি এন পি নয়তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ দুটা দল ছাড়াও আরেকটি দল ধীরে ধীরে অনেকদূর এগিয়ে গেছে । তা হল জামায়াতে ইসলামী। জাতীয় পার্টি নামে আরেকটি দল আছে যার সমর্থন ধীরে ধীরে কমছে। এছাড়াও আরো বেশ কিছু দল রয়েছে যেগুলো শুধু নামসর্বস্ব। যেগুলোর দুএকজনকে মানুষজন মিডিয়ার কারনে চেনে।
জাতীয় নির্বাচন উপলক্ষে সংলাপ শুরু হয়েছে। বড় দলগুলোর চেয়ারপার্সনরা সবাই জেলে। তাছাড়াও অনেক প্রধান রাজনীতিবিদগনও বিগত সময়ে করা দুর্নীতির অপরাধে জেলে। বড় তিনটি দলই সংলাপে অংশগ্রহনে অস্বীকৃতি জানিয়েছে।
তবে সরকার কাকে নিয়ে সংলাপে বসবে? সংলাপই যদি বাস্তবায়িত না হয় তবে সরকার কিভাবে জাতীয় নির্বাচনে সফল হবে? কাকে নিয়ে নির্বাচন হবে?
No comments:
Post a Comment