বাংলা আমার, বাংলা তোমার
বাংলা মোদের দেশ,
এই দেশেতে বাস করি সবাই বেশ।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ
এই ভাষাতেই কথা বলি চির অম্লান।
এই দেশেতে জন্ম আমার
এই দেশেতেই মরণ
মোরা বাংলা মায়ের দামাল ছেলে
থাকবে চির স্মরণ।
সেই দেশেরই নামের স্মৃতি
থাকবে মোদের দিবানিশি।
কবি পরিচিতি:
মোহাম্মদ আনোয়ার হোসেন
অষ্টম শ্রেণী,
সরকারী বিজ্ঞান কলেজ সংলগ্ন উচ্চ বিদ্যালয়
No comments:
Post a Comment