গ্রামের স্কুল।
সপ্তম শ্রেনীর ক্লাসরুম। ইংরেজী ক্লাস চলছে।
স্যার জিজ্ঞেস করলেন,"এই তোরা বলত, পিলার বানান কি?"
সবাই একে একে বলতে লাগল।
কেউ ডাবল এল দিয়ে বলল, আবার কেউ কেউ একটা এল দিয়ে বলল।
স্যার বিরক্ত হয়ে ক্লাসের ফার্স্টবয়কে দাঁড় করিয়ে বলতে বলল যে, এল কি একটা হবে না দুইটা?
সে সবসময়ের মত একটু ভাল ছাত্র টাইপের গম্ভীর হয়ে বলল,"স্যার আসলে এখানে একটা এল দিলে চলে, তবে দুইটা এল দিলে একটু মজবুত হয়।"
No comments:
Post a Comment