Saturday, October 4, 2008

মুসলমান সকলেই দিনে কমপক্ষে ৫ বার আল্লাহর সাথে একান্তে কথা বলে

কজন ব্লগারের ব্লগ দেখলাম, তিনি লিখেছেন কেউ কি আল্লাহর সাথে কথা বলতে পারে কিনা।

সত্যিই পারে।

আপনারা কি জানেন যে কোন নও মুসলিমকে ইসলামের সাক্ষ নেওয়ার পর কি শিক্ষা দেওয়া হয়? তা হল নামাজ। নামাজই মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য।

আমরা যারা মুসলমান আমাদের নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করা উচিত। একদিনে তা হবে না। তবে দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ একদম সহজ রুটিনে পরিনত করা সম্ভব। নামাজ মানুষ এবং আল্লাহর মধ্যে সুসংহত সম্পর্ক সৃষ্টি করে।
(চলবে)

No comments: