১. সকালের ঘুম ভাঙবে মুয়ায্যিনের সুললিত কণ্ঠের আযানের শব্দে।
২. হাতমুখ ধুয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যাওয়া এবং নামাজ শেষে হালকা জগিং করে বাসায় ফেরা।
৩. সামান্য নাস্তা করে কিছুক্ষন কুরআন তেলাওয়াত, তাফসির অধ্যয়ন করা।
৪. এবার কিছুক্ষন পড়াশুনা করা।
৫. সকালের নাস্তা করে, গোসল করে ভার্সিটি, কলেজ অথবা স্কুলে যাওয়া।
৬. মনোযোগ দিয়ে ক্লাস করা।
৭. দুপুরে লান্চ ব্রেকে যোহর নামাজ পড়ে, লান্চ করে আবার ক্লাসে যাওয়া।
৮. বিকেলে ক্লাস শেষে আসর নামাজ পড়ে বাসায় ফেরা।
৯. বিকেলে খেলাধুলা করা ও সন্ধায় মাগরিব নামাজ পড়ে বাসায় ফিরে আসা।
১০. পড়াশুনা, এশার নামাজ এবং রাতের খাবার।
১১. কিছুক্ষন ব্লগিং, টিভি দেখা, পড়াশুনা ইত্যাদি। এবং ১০টার মধ্যেই ঘুম।
রুটিনটির কিছু বৈশিষ্ট্য:
১. একটানা একঘেয়ে পড়াশুনার বিরক্তিমুক্ত।
২. বন্ধুদের সাথে ৫বার দেখা করার সুযোগ।
৩. ৫ বার অযু বিভিন্নভাবে দেহের উপকার করবে।
আরো অনেক কিছু, তবে আমি সব বলতে পারছিনা এবং আপনাদের কাছে এর সাথে যোগ করা যেতে পারে এমন তথ্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এর অপকারীতা জানানোরও আহবান রইল।
(বি: দ্র: এটা কিন্তু আমার রুটিন নয়। এ রুটিন পালন করতেই হবে তাও বলছিনা।)
No comments:
Post a Comment