আমাদের দেশ শত শত সমস্যার দেশ। সমস্যাগুলো উল্লেখ করার কোন প্রয়োজন নেই। তবে সকল সমস্যার মূল বলে আমার মনে হয় তা হল মানুষের নৈতিকতার অভাব্। আর এই নৈতিকতা বর্তমান শিক্ষা ব্যবস্থা দিতে ব্যর্থ হয়েছে। আজ সময় আমাদের জেগে ওঠার। সমাজে খারাপ লোকের সংখ্যা ভাল লোকের চেয়ে কম। খারাপ কাজে অংশগ্রহনকারী লোকের চেয়ে ভাল কাজে অংশগ্রহনকারী লোকের সংখ্যা কম। ভাল লোকদের ভাল কাজে উদ্বুদ্ধ করে একত্র করতে পারলে
শেস পর্যন্ত ভালরই জয় হবে ইনশা আল্লাহ।
আসুন আমরা একসাথে ন্যয়কে প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়ি। আমরা বসে থাকলেও অন্যায়কারীরা বসে থাকবে না। আসুন আমরা একসাথে সত্যের জয়গান গাই।
No comments:
Post a Comment