আইভি রহমান সহ ২৪ টি প্রাণ ঘাতী এবং এবং অসংখ্য সাধারন মানুষ ও রাজনৈতিক কর্মীর পঙ্গুত্ব বরণের বিভীষিকাময় ২১ শে আগষ্ট আর কক্ষনো যেন এ বাংলার বুকে ফিরে না আসে। আগামীর বাংলাদেশ দেখতে চাই শান্তিপ্রিয় রাজনৈতিক স্থিতিশীলতাপুর্ণ হিংসা বিদ্বেষহীন সমাজের প্রতিকৃতি হিসেবে।
২১শে আগষ্টে জীবন দেয়া সকলের মৃত্যু পরবর্তি শান্তি এবং পঙ্গুত্ব বরনকারী রাজনৈতিক কর্মিদের সুস্থতা কামনা করি সকলে মিলে।
No comments:
Post a Comment