Friday, October 31, 2008

আমার কথাটা কি বিশ্বাস করা যায়?

খবর পেলাম ইতালির ভেনিস বন্দরে ১৯ শতাব্দির শুরুতে একটা দারুন জাহাজ যাত্রা শুরু করেছিল। জাহাজটা মূলত: কমার্শিয়াল ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এটি গত দুশ বছর ধরে সম্পুর্ন মানুষের হস্তক্ষেপ ব্যতিত সুন্দরভাবে জলে চড়ে বেড়াচ্ছে। এটির কোন নাবিক নেই। নেই ফার্স্ট মেট অথবা কোন ক্রু। এটি সম্পুর্ণ স্বয়ংক্রিয় ভাবেই বিভিন্ন বন্দরে বন্দরে ঘুরে বেড়ায়। শত ঝড়ও তার যাত্রাপথে কোন সমস্যা করতে পারেনি। আরও মজার ব্যপার হচ্ছে এই জাহাজ তৈরীতেও কোন মানুষের হাতের প্রয়োজন হয়নি এমনকি কোন যন্ত্র তথা বহির্শক্তি ব্যবহৃত হয়নি। যে কেউ তার মালামাল জাহাজের কাছে রেখে দিলে সে নিজে নিজেই তা লোড করে নেয়। আর তা গন্তব্যে পৌছে দেয়।
এটা এখন পর্যন্ত দুশটা সফল যাত্রাসম্পন্ন করে এখনো সুন্দরভাবে জলে ভেসে বেড়াচ্ছে।

আমার কথা কে কে বিশ্বাস করলেন, হাত তুলেন। কেন করলেন বলে যান দয়া করে। আর যারা বিশ্বাস করেননি তারাও হাত তুলেন। কেন করেননি তাও বলে যান।

যদি এ ঘটনা বিশ্বাসযোগ্য হয় তবে এই বিরাটকায় মহাবিশ্বও নিজে নিজেই তৈরী হয়ে কোটি কোটি বছর ধরে সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে। আর যদি বিশ্বাসযোগ্য না হয় তবে এই দুনিয়ার নিশ্চয়ই কোন সৃষ্টিকর্তা রয়েছে যিনি একে তৈরি করেছেন এবং তা পরিচালনা করছেন।

No comments: