আজ ব্লগারদের কি হলো বুঝতে পারছি না, সবাই একের পর এক রেসিপি দিয়ে যাচ্ছেন। ব্যাপার কি?
সবাই যখন দিল তখন আমিও বাদ যাই কেন। আমি আজকের সবচেয়ে সেরা রেসিপি দিব।
খাবারের নাম: খোলা রাস্তায় ঠান্ডা বাতাস
রেসিপির বৈশিষ্ট্য:
১. এখন গরমের দিন, তাই এই গরমে বাতাসের খুব প্রয়োজন।
২. বারবার বিদ্যুৎ বিভ্রাট।
প্রয়োজনীয় উপকরণ:
১. একটা সুতি জামাকাপড়।
২. একটা চপ্পল স্যান্ডেল।
বানানো পদ্ধতি:
বানানোর কোন ম্যানুয়াল পদ্ধতি নাই।
পরিবেশনের সময়:
রাতে। কারন তখন অফিস থাকেনা। কারেন্ট চলে গেলে এর পরিবেশনের জন্য সবচেয়ে ভাল সময়। আর রাতে প্রায়ই দমকা ঠান্ড হাওয়া ঢাকার আকেশে বয়ে যায়।
পরিবেশন পদ্ধতি:
সুতি জামাকাপড় পরে রাস্তায় বেরোয়ে যাবেন। খোলা জায়গার আশা অন্তত ঢাকায় করা উচিত না তারপরও পাওয়া গেলে সেখানে যেতে হবে। আর নইলে রাস্তায় ফুটপাতে বসে থাকা যেতে পারে। আগে এভাবে আপনার কাছে অত্যন্ত ধুলাবালি সম্পন্ন তবে ঠান্ডা বাতাস আপনার দিকে পরিবেশিত হতে থাকবে।
উপভোগ করুন আজকের সেরা রেসিপি।
No comments:
Post a Comment