Monday, October 13, 2008

চরিত্র গঠনের মৌলিক উপাদান

ভুমিকা: ইসলামী আন্দোলনের মূখ্য হাতিয়ার চরিত্র। আন্দোলনের তঃপরতা যত বৃদ্ধি পাবে, শয়তানের তঃপরতাও তত শক্ত হবে।

সমস্যা সমূহ:
১.পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতার
২. সমাজতন্ত্রের নাস্তিক্যবাদী চিন্তাধারা

সমস্যা সৃস্টিকারী তিন প্রকারের মুসলিম:
১. বৈরাগ্যবাদী
২. স্বার্থবাদী
৩. সঠিক পথহারা (যেমন মাজার পূজারী, মসজিদে বাতিদানকারী)

ইসলামী আন্দোলনকারীদের শক্তি:
১. ঐক্যের শক্তি
২. চারিত্রিক শক্তি

ইসলামী আন্দোলনকারীদের দায়িত্ব:
১. চরিত্রকে পুঁজি হিসেবে পূর্ণ ও সঠিকভাবে ব্যবহার
২. আন্দোলনের জন্য যোগ্যতা অর্জন
৩. মুনাফা অর্জনের লক্ষ্যেই চরিত্রকে বিনিয়োগ করতে হবে
৪. এ ব্যপারে সতকর্তা অবলম্বন করা
৫. সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি গ্রহন করা

মূল আলোচ্য বিষয়:
১. খোদার সাথে সম্পর্ক
২. সংগঠনের সাথে সম্পর্ক
৩. সহযোগীদের সাথে সম্পর্ক

১. খোদার সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়:
১. মৌলিক ইবাদাত সমূহ যথাযথ ভাবে পালন করা।
২. কোরআন হাদীস সরাসরি অধ্যয়ন করা।
৩. নফল ইবাদাত পালন করা।
৪. সার্বক্ষনিক দোয়া ও জিকির করা।

২. সংগঠনের সাথে সম্পর্ক:
১. কর্মীদের দায়িত্ব ও কর্তব্য
২. দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য

১. কর্মীদের দায়িত্ব ও কর্তব্য:
১. আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা।
২. অন্ধ আনুগত্য পরিহার করা।
৩. নেতার পরিবর্তনেও আনুগত্যে পরিবর্তন না আনা।

২. দায়িত্বশীলের দায়িত্ব ও কর্তব্য:
১. কোমল হৃদয়ের অধীকারী হওয়া।
২. দুর্বলতার কারনে অধ:স্তনকে ধিক্কার না দেয়া।
৩. অধ:স্তনদের সাথে পরামর্শ করে কাজ করা।
৪. সিদ্ধান্তের উপর অটল থাকা।

৩ সহযোগীদের সাথে সম্পর্ক:
১. তড়িৎ সিদ্ধান্ত গহন না করা।
২. সকলের সম্পর্ক হবে ভাই ভাই।
৩. কাউকে বিদ্রুপ না করা।
৪. পরস্পরের দোষ না খোঁজা।
৫. খারাপ নামে না ডাকা।
৬. কু-ধারনা না করা।
৭. একে অপরের উপর গোয়েন্দাগিরি না করা।
৮. গীবত না করা।

মূল: চরিত্র গঠনের মৌলিক উপাদান
লেখক: নইম সিদ্দিকী
আলোচনায়: আবু বকর (তুরাগ)

No comments: