Thursday, October 9, 2008

কাকে আমি অনুসরণ করব?

অ্যাডভেন্চারে সেরা বলে ছোটবেলায় ম্যাকগাইভার হতে চাইতাম, আর হাতও ভেঙেছিলাম তাই।
বক্তৃতা খুব হৃদয়কাড়া বলে শেখ মুজিবকে নকল করার চেষ্টা করতাম।
কর্মময় রাষ্ট্রনায়ক বলে জিয়াকে নকল করে গ্রামে গেলে মাটি কাটার চেষ্টা করতাম।
স্কুলের সেরা শিক্ষককে অনুসরন করতে চেষ্টা করতাম।
সেরা ক্লাসমেটকে অনুসরন করতে চেষ্ট করতাম।
সেরা প্রতিবেশীকে অনুসরন করতে চেষ্টা করি।
সেরা শক্তিশালীকে অনুসরন করতে চেষ্টা করি।
......

আমরা মানুষরা অনুসরনপ্রিয়। যাকে আমাদের চোখে সেরা মনে হয় তাকেই আমরা কোননা কোনভাবে অনুসরন করতে চেষ্টা করি। তার মত হতে চাই। বাস্তব জীবনে তার আদর্শকে মেনে চলতে চেষ্টা করি।

পৃথিবীর সবাই জানে এবং দলমত ধর্ম নির্বিশেষে একবাক্যে বিশ্বাস করে পৃথিবীর সেরা মানুষ হযরত মোহাম্মদ (সা)। যারা একটু পড়াশুনা করে তারা সহজেই বুঝতে পারবেন। আর অন্যরা পাগলের প্রলাপের মত উল্টাপাল্টা কথা বলবে এটাই স্বাভাবিক।

তিনি একাধারে সেরা অ্যডভান্চারার, সেরা বক্তা, সেরা রাষ্ট্রনায়ক, সেরা শিক্ষক, সেরা প্রতিবেশী, সেরা বন্ধু, সেরা শক্তিশালী, সেরা রাজনীতিক......ইত্যাদি।

তো আমি তো তাঁকেই আমার একমাত্র আদর্শ হিসেবে পছন্দ করব। নাকি?

No comments: