সৃষ্টিতত্ত্বে আল্লাহর অস্তিত্ব (১ম পর্ব)
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০
বৈচিত্রময় প্রকৃতিকে জানার ও দেখার আগ্রহ মানুষের চিরন্তন। অপরূপ প্রকৃতির স্নেহ-মমতায় লালিত জীবজগত বড়ই বৈচিত্রময়। অনুপম ও বৈচিত্রময় প্রকৃতির প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে আমরা দেখতে পাব এই অসংখ্য প্রাণীর দেহ ও গঠন প্রণালী, বৈশিষ্ট্য, জীবিকা নির্বাহ পদ্ধতি, পরিভ্রমন প্রক্রিয়া এবং বংশ বৃদ্ধি কৌশল ইত্যাদি এক সুশৃংখল প্রক্রিয়ায় পরিচালিত। এই অসংখ্য প্রাণীর মধ্যে মহান আল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাণীর নামে কয়েকটি সূরার নামকরণও করেছেন। যেমন মৌমাছির রোগ প্রতিষেধক মধু তৈরি ও সণ্চয়, জোনাকীর নিভু নিভু আলো, নিশাচর প্রাণীর অন্ধকারে পরিভ্রমন, বাবুই পাখির শৈল্পিক বাসা তৈরী, বীজের অংকুরোদগম, মাকড়সার জাল তৈরী এসবই আমাদেরকে মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্ব স্মরণ করিয়ে দেয়। "অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ যা কিছু আসমান ও যমীনের মাঝে সৃষ্টি করেছেন, তার প্রতিটি জিনিসের মধ্যেই খোদাভীরু লোকদের জন্যে অসংখ্য নিদর্শন বিদ্যমান রয়েছে"। (ইউনুস-৬) "এরা কি উটনীর দিকে তাকিয়ে দেখেনা, তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে! আর আকাশের দিকে, কিভাবে তাকে উঁচু করে রাখা হয়েছে! পাহাড়গুলোর দিকে, কিভাবে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে! যমীনের দিকে, কিভাবে একে সমতল করা হয়েছে"। (গাশিয়াহ্-১৭-২০)
No comments:
Post a Comment