এই পথ ধরে গেলেই জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারের বাড়ি
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
স্বাধীনতা যুদ্ধে হারিয়েছি এ দুই সোনার সন্তান জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে। উপরের ছবিতে দেখানো ছবিগুলোতে যে রাস্তা দেখানো হয়েছে তা ধরে একটু এগিয়ে গেলেই এদের পুরোনো বাড়িটিকে পাওয়া যাবে। আর তারও একটু পরে রয়েছে জহির রায়হানের কালজয়ী উপন্যাস "হাজার বছর ধরে"র পরীর দিঘী।
No comments:
Post a Comment