জনগন সম্পুর্ণ সঠিক রায়ই দিয়েছে...
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
গতকালের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জনগন তার নিরব ভোটের মাধ্যমে মহাজোটকে জয়ী করে সঠিক রায়ই দিয়েছে। তারা প্রমান করেছে বাংলাদেশের জনগন কখনোই ক্ষমা করতে শেখেনি। তবে তারা আগেই প্রমান করেছে তাদের প্রিয়জনকেও তাঁরা ভুলেননা। গতকালের মহাজোটের নিরঙ্কুশ জয়কে আমি মহাজোটের জন্য বিজয় বলবনা, বরং একে চারদলের পরাজয় বলব। কেননা জনগন ধানের শীষ আর দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় তার বিনিময়ে পেয়েছিল সীমাহীন দুর্ণীতি, সিন্ডিকেশন ও দলীয়করন। আর এ দুর্নীতি ও সিন্ডিকেশনকে না বলতেই বিজ্ঞ জনগন তাদের উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। এর আগে ২০০১ এ আমরা দেখেছি সন্ত্রাস ও গডফাদার তৈরীর অপরাধে আওয়ামী লীগকে জনগন যথোপযোগী জবাব দিয়েছিল। আর এর আগে ১৯৯৬ তেও বিএনপি তাদের দলীয়করন নীতির একটা শাস্তি পেয়েছিল কিন্তু দু:খের ব্যপার এই যে, তা থেকে তারা কোন শিক্ষাই নিতে পারেনি। তবে ১৯৯১তে জনগন বিএনপি কে দেশ পরিচালনার জন্য নির্বাচিত করেছিল, তা ছিল দেশের জন্য নিবেদিত প্রান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তাদের ভালবাসার প্রতিফলন।
মাত্র আটত্রিশ বছরের প্রোড়ত্বের দ্বারপ্রান্তে দাঁড়ানো এই বাংলাদেশের অভিজ্ঞতা খুব কম হয়নি। বর্তমান রাজনৈতিক নেতাগনও তার প্রায় সবটুকুরই বাহক। তারপরও তাঁরা কেন যেন এই অভিজ্ঞতার ঝুলিকে ব্যবহার করতে কুণ্ঠাবোধ করছে। তাদের উচিত এই অভিজ্ঞতাগুলো কে কাজে লাগিয়ে দেশকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। ক্ষমতা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তা জনগনের দেয়া আমানত। তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য জয়ী ও পরাজিত সকল দলের নেতাদের কাছে আবেদন রইল।
No comments:
Post a Comment