প্রথম- ১নং বুথের প্রথম ভোটটা আমিই দিলাম
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৩
জীবনের প্রথমবারের মত ভোট দিলাম। ফজর নামাজ শেষে মসজিদ থেকে বন্ধুরা সবাই একসাথে এসে লাইনে দাঁড়ালাম। লাইনে আমার আগেই আরো চারজন এসে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারপর অনেক অপেক্ষা শেষে ৮ টা বাজল। আমার বুথের নাম্বার ছিল ১ নং। এই বুথে আমার আগে আরেকজন ছিল। কিন্তু তার নাম খুঁজে পেতে সমস্যার কারনে তাঁকে ভোট দিতে দেয়া হল না। এবার আমার পালা। গেলাম। নাম মিলালাম। হাতে কালি দেয়া হল। আর দেয়া হল ব্যালট পেপার এবং সিল।
পছন্দের প্রার্থীর মার্কায় সিল লাগিয়ে ব্যালট ভাঁজ করে বাক্সে দিয়ে দিলাম।
এক দারুন অভিজ্ঞতা। জীবনের প্রথম ভোট, প্রথম বুথের প্রথম ভোটার।
No comments:
Post a Comment