Sunday, February 22, 2009

২০০৮ এ বাংলাদেশের গুরুত্বপুর্ন ঘটনাগুলো (জানুয়ারী এডিশন)

২০০৮ এ বাংলাদেশের গুরুত্বপুর্ন ঘটনাগুলো (জানুয়ারী এডিশন)

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭

শেয়ার করুন: Facebook

১ জানুয়ারী:
সিডরে বিদ্ধস্ত দেশে নববর্ষের আগমন।
৪৩ ভিভিআইপির বিরুদ্ধে ৫৩ মামলার আইনি কার্যক্রম শুরু।

২ জানুয়ারী:
দুই নেত্রীকে দেশছাড়া করার ব্যর্থ চেষ্টা।

৭ জানুয়ারী:
তাজ্জবভাবে ব্র্যাক ব্যাংকের স্বর্ণালংকার চুরি।

৮ জানুয়ারী:
চার উপদেষ্টার পদত্যাগ।


৯ জানুয়ারী:
নতুন পাঁচ উপদেষ্টার শপথ গ্রহন।

১১ জানুয়ারী:
নিমতলী বস্তিতে দেড়হাজার ঘর পুড়ে ছাই।

১৩ জানুয়ারী:
নির্দোষ দাবী করে কাঠগড়ায় শেখ হাসিনার কান্না।

১৪ জানুয়ারী:
বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীন এর শেষ নি:শ্বাস ত্যাগ।

১৭ জানুয়ারী:
শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা স্থগিত।

১৮ জানুয়ারী:
খালেদা জিয়ার মায়ের মৃত্যু।

১৯ জানুয়ারী:
খালেদা জিয়াকে তাঁর মায়ের লাশ দেখতে দেয়ার জন্য প্যারোলে মুক্তি।

২১ জানুয়ারী:
২০০৭ এর আগস্টের ছাত্র অসন্তোষ ঘটনায় বন্দী ৪ শিক্ষক ও ১১ ছাত্রের মুক্তি।

২৪ জানুয়ারী:
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার ব্যাপারে আজম জে চৌধুরীর অস্বীকার।

২৯ জানুয়ারী:
বাংলাদেশে সিডরে আক্রান্তদের জন্য সৌদী আরবের এক নাম জানাতে অনিচ্ছুক দাতার ৯শ কোটি টাকা দান।

No comments: