ইসলাম সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদেরকে কে বলে ইসলাম নিয়ে উক্তি করতে। টিআইবির বাংলাদেশের কোষাধ্যক্ষ মুজাফ্ফর বলেছেন, যারা হজ্জ্ব করতে গিয়েছেন তারা যদি ভোট দেয় তবে এটা হবে তাঁদের ধোঁকাবাজী।"
তার কাছে আমার প্রশ্ন কয়েকটি:
১. ইসলাম কি সন্যাসী জীবন সমর্থন করে?
২. কোন হাদীস কোরআনের রেফারেন্স কি তোমার কাছে আছে, যাতে লেখা আছে, হাজীদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহন হারাম?
৩. রাসূল (সা) কি হজ্জ্ব থেকে ফিরে রাষ্ট্র পরিচালনা করেননি?
মুজাফফরের মত জ্ঞানী(!!) বুদ্ধিজীবি(!!)দের মাথায় এই প্রশ্নের জবাব জানা নাই তাই তারা উল্টাপাল্টা কথা বলতেই পারেন। আর সেখানে মুজাফফর তো বিদেশীদের এজেন্ট।
নির্বাচন কোন দেশের জন্যই কোন ক্ষুদ্র ব্যপার নয়। দেশের রাজনীতি, অর্থনীতি ইত্যাদির ভবিষ্যত নির্ভর করে একটা সুষ্ঠু নির্বাচনের উপর। প্রত্যেক দেশপ্রেমিক ও কর্তব্যপরায়ন জনগনের উচিত নির্বাচনে অংশ নেয়া। প্রত্যেক ভোটারের ভোটই সমান গুরুত্ব বহন করে। আর তাই যারা কোন একজন ভোটারের ভোটদান হতে বিরত থাকাকে সমর্থন করে তারা দেশের শত্রু। আর সেখানে পন্চাশ হাজার ভোটারকে অবান্চিত ঘোষনা করাটা দেশদ্রোহীতা।
বিদেশীদের চর এই দেশদ্রোহীদের চেহারার আবরন ধীরে ধীরে সরে যাচ্ছে। দেশের প্রয়োজনেই এসব বিদেশী এজেন্টদের শাস্তির ব্যবস্থা করা উচিত।
No comments:
Post a Comment