পুঁজিবাদের আগ্রাসনের ভয়াবহতা যদি খুব প্রবল না হত তবে কমু্নিজমের সুচনা হতো না। আর কমুনিজমও এত দ্রুত ছড়াতে পারতনা।
আবার ব্যক্তিস্বাধীনতাহীনতা, বিশেষ মহলের অসদিচ্ছা ও স্বেচ্ছাচারিতার-স্বৈরাচারিতার আবরনের সমৃদ্ধি কমুনিজমকে ভুল প্রমানিত করেছে। তাই এর ধ্বশও নেমেছে মাত্র অল্প সময়ের মধ্যেই।
পুরো চীনে কমুনিজম ব্যবস্থা প্রচলিত আছে আর অপরদিকে তার প্রধান বানিজ্যিক শহরের অর্থব্যবস্থা হলো পূঁজিবাদ। অর্থাৎ পূঁজিবাদ এবং কমুনিজম কোনটাই একক ভাবে সফল নয়।
সকল সাংঘর্ষিকতা থেকে রেহাই পেতে প্রয়োজন ইসলামী অর্থনীতি। এর প্রধান বৈশিষ্ট্যই হলো সততা এবং সহানুভুতি। আর পৃথিবীর সর্বকালের আধুনিক এ ব্যবস্থা আজও তার সফল পদচারনা অব্যাহত রেখেছে। এর মধ্যেই খ্রিস্টান প্রধান পশ্চিমেও এ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
No comments:
Post a Comment