Sunday, February 22, 2009

স্বপ্নের সততার আলোকীয় তাবীর

স্বপ্নের সততার আলোকীয় তাবীর

২৫ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

শেয়ার করুন: Facebook

গতকাল ফজরের নামাজ পড়ে বন্ধুরা হাঁটছিলাম। হঠাৎ হোসেন জানাল যে, সে একটা খারাপ স্বপ্ন দেখেছে। সে জানাল সে স্বপ্নে দুইটা সাপ দেখেছে। একটা বড় আরেকটা খুব ছোট। তবে ছোটটা বড়টার সাথে যোগ দিয়ে বড় হয়ে গেছে। আর যারা তাদের বিরুদ্ধে লাগছে তাদেরকেই হা করে গিলে ফেলছে। এমনকি হোসেনকেও হা করে গিলে ফেলেছে। কিন্তু কিছুক্ষন পরই তাকে উগড়ে ফেলে দিল। তবে উগড়ে আসার পর নিজেকে খুব তৃষ্ণার্ত মনে হচ্ছিল।

স্বপ্নের সততার আলোকীয় তাবীর:

বড় সাপটি হল আওয়ামী লীগ আর ছোট সাপটি হল জাতীয় পার্টি। যেই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যোগ দিল তখনই তা বাংলাদেশের এমন গুরুত্বপুর্ণ ও দৃশ্যত বড় একটা দলে পরিণত হল যে বৃহৎ দল আওয়ামী লীগের প্রায় সমান হয়ে গেল। তারপর তারা ক্ষমতায় গেল। তাদের বিরুদ্ধে যারাই লাগতে গেল তাদেরকেই তারা ধ্বংশ করতে লাগল। কিন্তু হঠাৎই তারা এমন কোন একটা লোক বা সংগঠনকে ধ্বংশ করতে গেল (খুব সম্ভব তারা ইসলামের বিরুদ্ধে লাগল) তখনই তারা ধরা খেল। এবং তারা ক্ষমতা হারাল। তবে ক্ষমতা হারানোর পর পুরো দেশে প্রচন্ড খরা ও দুর্ভিক্ষ লেগে গেল।

বি: দ্র: স্বপ্নটা সত্য তবে তাবীরটা অবশ্যই ভুল হতে পারে।

No comments: