ইসলামী সমাজব্যবস্থাই সবার কাছে পছন্দ হবে
২৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৬
বর্তমান প্রচলিত পূঁজিবাদী সমাজের অসংখ্য বাজে দিকের মধ্যে একটা হচ্ছে সুদভিত্তিক অর্থব্যবস্থা। সুদ নিয়ে গবেষনা করলে যে কেউই বুঝতে পারবে যে, সুদ হচ্ছে আধুনিক এক জীবাণু এইডসের মত ছড়ায়। একবার যে সুদের ফাঁদে পড়ে তার সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কমই হয়।
একটা ব্যবসায়িক সিস্টেমে উৎপাদক সুদে লোন নিয়ে উৎপাদন করে, আবার সেই উৎপাদিত দ্রব্যকে খুচরা বিক্রয়ের জন্য আরো অসংখ্য ডিস্ট্রিবিউটর সুদে লোন নিয়ে ব্যবসা করে। আর একবার লোন নিলে পরবর্তীতে আরো বড় অংকের লোন নেয়া ছাড়া কোন গতি থাকেনা।
মাইক্রোক্রেডিট তথা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মারন যন্ত্র আসার পর থেকে বেকার নিম্নবিত্ত খুচরা ক্রেতারাও উচ্চ সুদে টাকা ধার নেয়ায় আকৃষ্ট হয়ে গেছে। তারা এক স্থান হতে কিছু ধার নেয়, সেই ধার শোধ করার জন্য আরেকস্থান থেকে আরো বেশি লোন নেয়। লোন নিয়ে কেউ ধনী হয়েছে ব্যপারটা মিরাকল আর বেশিরভাগ ক্ষেত্রেই লোন নিয়ে আরো বেশি গরীব হয়েছে। আর এসব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মীদের হাতে প্রহৃত মানুষের সংখ্যাও কম নয়। যাই হোক এই অত্যাচারকে যে সমাজব্যবস্থা বৈধ ঘোসনা করেছে তাকে অত্যাচারী সমাজব্যবস্থা বলাটাই উপযোগী। এ ব্যবস্থাকে এমন একটা রাস্তার সাথে তুলনা করা যেতে পারে যে রাস্তা দিয়ে সব জায়গায় যাওয়া যায় কিন্তু রাস্তা ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই, আর রাস্তাটা সুদ দিয়ে তৈরি।
কমিউনিজম সমাজ ব্যবস্থাটা পূঁজিবাদের চেয়ে বেশ ভাল। এখানে ধনী দরিদ্রের প্রতি সমান আচরনের ব্যপারটা অনেকের কাছে বেশ ভাল লাগে। কিন্তু কমিউনিজম সকল ক্ষেত্রে মানুষের ব্যক্তিস্বাধীনতাকে পুরোপুরি ধ্বংশ করে বিশেষ কতকের ভাবনাকে আপামরের উপর চাপিয়ে দিয়ে জনগনকে সহ্য করতে বাধ্য করে। এ ব্যবস্থাকে আগুনে ঘেরা কোন সংকুচিত স্থানের সাথে তুলনা করা যায় যার কাছ থেকে বেরুতে চাইলে আপনি পুড়ে যাবেন।
অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা মানুষকে যে কোন ইসলামিক মূল্যবোধের বিরোধী কাজে বাধা দিলেও তার অল্টারনেটিভ একটা রাস্তা তৈরী করে দেয়। যেখানে ব্যক্তিস্বাধীনতা সবচেয়ে বেশি কার্যকর কিন্তু ব্যক্তি তার উদ্দিষ্ট কর্ম সাধনে সবচেয়ে উত্তম পদ্ধতি বেছে নিতে কেন্দ্রীয়ভাবে সহায়তা পাবে। অর্থাৎ ইসলামী সমাজ হলো এমন একটা রাস্তার সমন্বয় যেখানে যে কেউ চাইলে তার উদ্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারবে, তবে সে গন্তব্যে পোছানোর জন্য যে রাস্তার সমষ্টি পাবে তার মধ্যে অনেক শর্টকাট অলিগলিকে বন্ধ দেখতে পাবে, কিন্তু সেরা রাস্তাটিকে সে খোলা দেখতে পাবে।
No comments:
Post a Comment