Sunday, February 22, 2009

বিশেষ মহল ধর্মকে ব্যবহার করে, নির্বাচনে এক বিরাট জনগোষ্ঠিকে বাইরে রাখতে চায়

যারা দেশের বাইরে স্থায়ী অথবা দীর্ঘ মেয়াদে অবস্থান করছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা কিন্তু হজ্জ্বব্রত পালন করার জন্য দেশের বাইরে মাত্র কিছুদিনের জন্য অবস্থান করছেন তাদেরকে ভোটাধিকার প্রয়োগ থেকে বন্চিত করাটা শোভনীয় নয়। এই সকল প্রবীন লোক দেশে ফিরে দেখবেন যে দেশ রসাতলে চলে গেল অথচ তারা কিছুই করতে পারল না।

ধর্মের দোহাইয়ের কথা বলা হয়ে থাকে। ধর্মের দোহাইতো তারা দেয় যারা বলে তারা হজ্জ্ব করতে গিয়েছে। এভাবে দেখলে কি হয় না যে, তারা কোন বিশেষ কাজের জন্য সাময়িকভাবে দেশের বাইরে আছেন। তাই তারা ফিরে এলে নির্বাচন হবে। কিন্তু বারবার এরা ধর্মের কথা বলে কেন?

ধর্মকে ব্যবহার করে বিশেষ সম্প্রদায় বাহ্বা কামানোর ধান্ধা করছে। এরা কখনোই ইসলামের পক্ষে কখনো ছিলনা, থাকবেওনা কখনো। আজ এটা কাল ওটা করে তারা সত্যিকারের মুসলমানদেরকে হেয় করতে তারা চেষ্টা করে এর বাইরে অন্য কিছু নয়।

এটা দেখুন
http://www.somewhereinblog.net/blog/truelightblog/28870925

No comments: