Sunday, February 22, 2009

সেলিম ও দেলোয়ার হত্যাকান্ড: শুধুই পুষিয়ে দেবার আশ্বাস শেখ হাসিনার

সেলিম ও দেলোয়ার হত্যাকান্ড: শুধুই পুষিয়ে দেবার আশ্বাস শেখ হাসিনার

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫০

শেয়ার করুন: Facebook

জাফর ও জয়নাল হত্যাকান্ড: খুনি হাসিনা আসলেই এরশাদের ছোট বোন

৩রা ফেব্রুয়ারী ১৯৮৪, শেখ হাসিনা আবার রক্তের জন্য পাগল হয়ে গেলেন। আরেকটা ছাত্র আন্দোলন চাই। আর তার জন্যে চাই কোন ছাত্রের রক্ত। আবার ঠিক আগের মত করেই চাল চাললেন। কিন্তু ছাত্ররা আর তাঁর ফাঁকিতে পড়তে রাজি হলনা সহজে। ছাত্রদের মাঝে এরশাদ বিরোধী মনোভাব চরমে পৌছেছে কিন্তু আওয়ামী লীগের সুবিধাবাদী নের্তৃত্বে তারা আর বিশ্বাস করতে পারছেনা। কিন্তু আওয়ামী সুযোগসন্ধানীরা লেগেই রইল। কিন্তু তারপরও তাদের পক্ষে কমপক্ষে ৫০০ জন নিয়েও মিছিল করা সম্ভব হলনা। মাত্র জনা তিরিশেককে নিয়ে আবার সেই ছলনা করা হল। আগে থেকেই ভাড়া করে রাখা আর্ম পুলিশ কমান্ডার পজিশন নিয়েই ছিল। তবে এবার আগের মত গুলি ব্যবহার করা হলনা। ভিন্ন পন্থা এবার। মিছিলটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড পৌছুতেই বিশ্ববিদ্যালয়ের রায়ট পুলিশ তাদের লরিকে মিছিলের পেছন থেকে দ্রুত চালিয়ে দিল। ঘটনাস্থলেই পিস্ট হয়ে মারা যায় সেলিম ও দেলোয়ার। এবারও পরিকল্পনার সহনায়ক ছাত্রনেতারা নিরাপদ দুরত্ব অবলম্বন করে সরে থাকল।

পরদিন সকাল থেকেই ঘটনার নেত্রী গায়েব। ভোরেই পালিয়েছেন তিনি। পরে দুপুরে ফিরে এসে ধানমন্ডির ৩২ নম্বর বাসায় অপেক্ষমান ছাত্রনেতাদের কাছে দেখা করতে এলেন। এত ঘটনা ঘটিয়ে তারপর তিনি চুপ হয়ে গেলেন। অর্থাৎ তিনি এবারও বড় ভাই এরশাদের সাথে আঁতাত(স্বভাবগতভাবে) ছাত্র আন্দোলনের ডাক দেয়া থেকে বিরত থাকলেন। তবে শেষে তিনি এও জানালেন যে, দুই ছাত্রের রক্তের ক্ষতি পুষিয়ে দেয়া হবে।

সূত্র:
"আমার ফাঁসি চাই"- লেখক: মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু (আওয়ামী লীগের ১নং কাউন্সিলার)

No comments: