ভারতে ট্রানজিটটা এভাবে দিলে কেমন হয়, দেখুনতো...
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২১
ভারতের ইচ্ছা তারা তাদের পন্য বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে তামাবিল, খাগড়াছড়ি, বিবিরহাট দিয়ে আবার ভারতের ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে বহন করবে। এখন বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত তাদের এ স্বপ্নকে বাস্তবায়িত করে। আচ্ছা তাদের যখন ট্রানজিট খুব দরকার তখন তাদেরকে আমরা ট্রানজিট দিতে যদি কিছু শর্ত আরোপ করি তাহলে কেমন হয়।
যেমন:
১. তাদের কোন যানবাহন আমাদের দেশে প্রবেশ করবে না, বরং আমাদের যানবাহন তাদের দেশ হতে মালামাল বহন করে তাদের পছন্দমত স্থানে পৌছে দেবে।
২. সব মালামাল সীমান্তে চেক করা হবে, এবং ক্ষতিকর কিছু থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
৩. সকল মালামালের জন্য তাদের দুবার ট্যাক্স প্রদান করতে হবে।
ইত্যাদি...
এক্ষেত্রে আমাদের বেশ লাভ হবে। তা হল:
১. প্রচুর বৈদেশিক মুদ্রা।
২. পরিবহন কর্মীদের নতুন নতুন কর্মসংস্থান।
৩. একভাবে চিন্তা করলে ভারতের পরিবহনের বেশ খানিকটা আমরা দখল করে নিতে পারব।
ইত্যাদি।
No comments:
Post a Comment